Press "Enter" to skip to content

আক্রমণের শিকার ড. কামালের গাড়িবহর

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি ইংরেজি জাতীয় দৈনিককে বলেন, “শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে গেট দিয়ে বের হওয়ার সময় অনেক মানুষের জটলা দেখতে পাই। আমি আগে নিরাপদে বের হয়ে গেলেও পেছনে ড কামাল হোসেন ও আ স ম আব্দুর রবের গাড়ি আক্রমণের শিকার হয়।”

Mission News Theme by Compete Themes.