Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১১:২৪ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

আইজিপির গাড়ি টেনে বিদায়

সুসজ্জিত গাড়িতে উপবিষ্ট পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। আর দড়ি বেঁধে দল ধরে সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। দৃশ্য দেখে মনে হতে পারে নষ্ট গাড়ি টেনে স্টার্ট নেয়ানো হচ্ছে।

আসলে ঐতিহ্য অনুযায়ী বুধবার আইজিপিকে এভাবেই বিদায় জানানো হয়। এসময় সামনে পিছনে ছিল সুসজ্জিত অশ্বারোহীরা।
এটা যে বিদায় অনুষ্ঠান তা পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চোখেমুখে তাকালেই স্পষ্ট বুঝা যাচ্ছিল। সেখানে সৃষ্টি হয়েছিল আনন্দ ও বিষাদের এক মিশ্রণ।

একইভাবে বিদায় দেয়া হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মোখলেছুর রহমানকে।