Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৪:১৭ ঢাকা, বৃহস্পতিবার  ২২শে নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

‘অবসরে যাবেন জাপানের সম্রাট’

জাপানের সম্রাট আকিহিতো সিংহাসন ছেড়ে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী কয়েক বছরের মধ্যে তিনি দায়িত্ব থেকে সরে যাবেন বলে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে। খবর- বিবিসির।

৮২ বছর বয়সী আকিহিতো বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তার দাপ্তরিক দায়িত্ব কমিয়ে দেয়ার প্রস্তাব দেয়া হলেও তিনি সিংহাসনে থাকতে অস্বীকৃতি জানান। ২৭ বছর থেকে জাপানের সিংহাসনে রয়েছেন তিনি। ৫৬ বছর বয়সী যুবরাজ নারুহিতোর সিংহাসনের উত্তরাধিকার হতে পারেন।

তবে সম্রাট ঠিক কবে দায়িত্ব হস্তান্তর করবেন তা নিশ্চিত করে জানাতে পারেনি এনএইচকে। সেই সঙ্গে কি কারণে তিনি অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেটাও ধোঁয়াশা আবৃত। আধুনিক জাপানের ইতিহাসে সম্রাটের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘটনা অত্যন্ত বিরল।